আসসালামু আলাইকুম
আজকে আমরা বলবো ইঞ্জেকটর ক্লিনার প্রসংগে।
💉ইঞ্জেকটর কি?
ইঞ্জেকটর হলো গাড়ির ইঞ্জিনের পিস্টন সিলিন্ডারে তেল সরবারাহের একটা যন্ত্র।
💉ইঞ্জেকটর এর কাজ কী?
ইঞ্জেকটর এর কাজ হলো তেলকে সুন্দর ভাবে স্প্রে করে পিস্টন সিলিন্ডারে প্রেরন করা। ফলে তেল খুব সহজে স্প্রের মাধ্যমে সিলিন্ডারে প্রবেশ করে এবং খুব দ্রুত ও সহজে সিলিন্ডারের ভিতরে প্রজ্বলন ঘটে এবং ইঞ্জিনে শক্তি উৎপাদন হয়।
💉ইঞ্জেকটর ক্লিন রাখা প্রয়োজন কেন?
গাড়ির ভালো মাইলেজ পেতে হলে আগে আমাদের খেয়াল রাখতে হবে ফুয়েল ইঞ্জিনে ঠিক মত সাপ্লাই হচ্ছে কিনা। ফুয়েল ইঞ্জিনে ভালো ভাবে সাপ্লাইয়ের জন্য প্রয়োজন ভালো ইঞ্জেকটর। আমাদের গাড়ির ফুয়েল ইঞ্জেকটর অনাকাঙ্ক্ষিত কারন ও বেশিদিন পুরোনো হলে নষ্ট হয়ে যায় এছাড়া একটি ইঞ্জেকটরকে ভালো রাখতে হলে ও বেশিদিন ব্যবহার করতে হলে ইঞ্জেকটর ক্লিন রাখা অনেক জরুরী।
💉ইঞ্জেকটর ক্লিন না করলে কি হবে?
ইঞ্জেকটর ক্লিন না করলে বেশ কিছু সমস্যা দেখাদেয় যেমনঃ
১/ ইঞ্জিনে ঠিক মত ফুয়েল সাপ্লাই না হওয়া
২/ তেল খরচ বেড়ে যাওয়া
৩/ মাইলেজ কমে যাওয়া
৪/ ইঞ্জিন থেকে বেশি শব্দ আসা
৫/ গাড়ি বেশি ভাইব্রেট করা ইত্যাদি।
💉ইঞ্জেকটর ক্লিন করে কিভাবে?
ইঞ্জেকটর বেশ কিছু ভাবে ক্লিন করা যায় তন্মধ্যে
১/ ইঞ্জিন থেকে ইঞ্জেকটর খুলে হাত দিয়ে ম্যানুয়ালি ক্লিন করা।
২/ গাড়ি থেকে ইঞ্জেকটর খুলে কম্পিউটারাইজড মেশিন দিয়ে ক্লিন করা।
৩/ ফুয়েলের সাথে ইঞ্জেকটর ক্লিনার লিকুইড দিয়ে নিজ থেকেই ক্লিন করা।
সব চেয়ে সহজ পদ্ধতি হলো ৩য় টি
ব্যয়বহুল পদ্ধতি হলো ২য় টি
সবচেয়ে অকার্যকর পদ্ধতি হলো ১ম টি
💉আপনার গাড়ির জন্য করনীয় কোনটি?
যদি আপনি সহজেই ইঞ্জেকটর ক্লিন করতে চান ঝামেলা মুক্ত ভাবে তাহলে ৩য় পদ্ধতিটি আপনার জন্য উত্তম। যদি গ্যারেজে নিয়ে টাকা বেশি খরচ করে কম্পিউটারাইজড ভাবে করাতে পারেন। তবে ১ম পদ্ধতিটি কোনোভাবেই অনুসরণ করবেন নাহ।
এছাড়া আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন,
ধন্যবাদ🌹🇧🇩