রাস্তায় আশেপাশের যানবাহনের ড্রাইভারের সাথে আমাদের যোগাযোগ করার প্রধান মাধ্যম হলো ইন্ডিকেটর।
আজকে মহাসড়ক অথবা হাইওয়েতে ইন্ডিকেটর ব্যবহারের কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করবোঃ-
১. আপনার সামনে বাস, ট্রাক, প্রাইভেট কার যাই থাকুক যদি সে ডানে ইন্ডিকেটর দেয়, আপনি কোনভাবেই তাকে ওভারটেক করার চেষ্টা করবেন না, এর অর্থ, ঐ গাড়ি তার সামনের গাড়িকে ওভারটেক করতে যাচ্ছে, সেই মুহূর্তে আপনি ওভারটেক করা থেকে বিরত থাকবেন।
২. আপনি ওভারটেক করার জন্য সামনের গাড়িকে হর্ন অথবা ব্লিংক লাইট জ্বালীয়ে ইঙ্গিত দিলেন, তখন সে যদি বামে ইন্ডিকেটর দেয় তখন আপনি তাকে ওভারটেক করতে পারবেন। যদি বামে ইন্ডিকেটর না ও দেয় তখনও দেখেশুনে ওভারটেক করতে পারবেন। কিন্তু যদি, ডানে ইন্ডিকেটর দেয়, তাহলে ঐ মুহুর্তে ওভারটেক করতে যাবেন না!
৩. আপনার পিছনের গাড়ি যদি আপনাকে হর্ণ অথবা হাই-বিম জ্বালীয়ে ওভারটেক করার ইঙ্গিত দেয়, তখন আপনি যদি সাইড দিতে চান তাহলে বামে ইন্ডিকেটর দিয়ে তাকে সাইড দিয়ে দিন।
৪. আর যদি মনে করেন আপনি এই মুহূর্তে পিছের গাড়িকে ওভারটেক করতে দিতে চাচ্ছেন না, তাহলে ডানের ইন্ডিকেটর জ্বালিয়ে দিন, এতে পিছের ড্রাইভার বুঝবে আপনি এই মুহূর্তে তাকে সাইড দিতে পারছেন না।
৫. ওভারটেক করার সময় অবশ্যই হর্ণ এবং স্বাভাবিকের চাইতে আরো জোরে থ্রোটাল চেপে ওভারটেক করুন।
এভাবে, সামনে-পেছনের যানবাহন এর ড্রাইভারের সাথে যোগাযোগ করে গাড়ি চালাতে পারলে আপনি হাইওয়েতে অনেকটা নিরাপদ থাকবেন ।