Uncategorized

ক্রুইজ কন্ট্রোল কি?

ক্রুইজ কন্ট্রোল বেশ প্রয়োজনীয় একটি ফিচার। বিশেষ করে হাইওয়েতে চলাচল করার জন্য এটি বেশ সহায়ক। বর্তমান সময়ে মোটামুটি বেশিরভাগ গাড়িতেই এই ফিচার্স দেখা যায়। উচ্চগতিতে গাড়ি চালানোর সময় ড্রাইভারকে যেন সারাক্ষণ গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না হয়, সে জন্য ক্রুইজ কন্ট্রোল সিস্টেম দেয়া হয়। অর্থাৎ ড্রাইভার চাইলেই একটি নির্দিষ্ট গতি সেট করে দিয়ে এক্সিলেটরে প্যাডেলে চাপ না দিয়েই গাড়ি চালাতে পারবে। মনেকরেন, আপনি গাড়ির গতি ৭০ কিলোমিটারে সেট করে দিলেন। পরবর্তীতে ব্রেক প্রেস করার আগমুহূর্ত পর্যন্ত গাড়ি নির্ধারিত গতি, অর্থাৎ ৭০ কিলোমিটার স্পীডেই চলতে থাকবে। এমনকি বাতাসের বিপরীতে গাড়ি চালালেও নির্ধারিত গতির কোনও পরিবর্তন হবে না। ফলে ড্রাইভারকে শুধু স্টিয়ারিং কন্ট্রোল করলেই হবে। তবে গাড়ির গতি কমানোর প্রয়োজন হলে ব্রেক প্যাডেল চাপ দিলেই গাড়ির গতি হ্রাস পাবে এবং ক্রুইজ কন্ট্রোল বন্ধ হয়ে যাবে। অত:পর, পুনরায় আপনি চাইলে আবার স্পীড সেট করে নিতে পারবেন।

তবে ক্রুইজ কন্ট্রোল সিস্টেম চালু থাকলেও আপনাকে রাস্তার উপর অবশ্যই তাকাতে হবে, মনোযোগ সরানো যাবে না এবং অবশ্যই ষ্টেয়ারিং এ হাত রাখতে হবে। ক্রুইজ কন্ট্রোল শুধুমাত্র আপনাকে ড্রাইভিং এ সহায়তা করবে। তবে সে নিজ থেকে গাড়ির গতি কমাতে পারবে না।

Leave a Reply