১। প্রথমে আসি গাড়ি স্পীড নিয়ে ,বৃষ্টি হলে এমনিতেই রাস্তাঘাট কাঁদাযুক্ত বা স্লিপারি হয়ে যায় তাই বৃষ্টির সময় গাড়ি অতিরিক্ত স্পীডে চালানো উচিত না। এতে গাড়ি স্লিপ করতে পারে। এমনকি এরকম সময়ে গাড়ির ব্রেকও ঠিকভাবে কাজ করেনা।
২। গাড়িতে একটি ছাতা রাখবেন। অনেক সময় দেখা যায় আপনি ভিজা অবস্থায় গাড়িতে উঠলেন এতে গাড়ির সিট এ পানি লেগে যায়।কিছুদিন পর তা থেকে দুর্গন্ধ আসে।
৩। গাড়ির উইন্ডশিল্ড পরিষ্কার রাখবেন। ওয়াইপার ওয়াটার ট্যাঙ্ক এ পানি দ্বারা পূর্ণ রাখবেন। সম্ভব হলে ট্যাংকে ১টি ট্যাবলেট দিন এতে উইন্ডশিল্ড ক্লিন থাকবে।
৪। বৃষ্টির দিনে সকলে একটি সমস্যার হন, তা হলো গ্লাস ঘোলা। এটি হয় ডুপ্লিকেট গ্লাস লাগানো বা গাড়ির ভিতর ও বাহিরের তাপমাত্রা সমান না হলে। তাই এসির ফ্রন্ট অপশন অন করে দিন।সম্ভব হলে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রী থেক ২৭ ডিগ্রী তে রাখবেন।
৫। গাড়ির হেডলাইট জালিয়ে রাখবেন কারণ বৃষ্টির সময় অপর দিক থেকে আসা গাড়ি আপনাকে নাও দেখতে পারে তাই লাইট দেখলে বুঝা যাবে।
৬। সামনের গাড়ি থেকে দূরত্ব বজায় রাখবেন কারন বৃষ্টির সময় গাড়ি স্লিপ করতে পারে তাই দূরত্ব বজায় রাখবেন।
৭। হার্ডব্রেক যাতে না করতে হয় সেদিকে খেয়াল রাখবেন।
৯। যদি অতিরিক্ত বৃষ্টি হয় তবে সম্ভব হলে রোডের সাইডে দাঁড়িয়ে অপেক্ষা করুন ।কিন্তু রাতে এভাবে দাঁড়িয়ে অপেক্ষা করবেন না এতে ডাকাতের কবলে পড়তে পারেন।
১০।ঝড় ও বৃষ্টির সময় বড় গাছের নিচে দাড়াবেন না কারণ বাতাসের কারণে গাছপালা গাড়ির উপর পড়তে পারে।
১১।বৃষ্টির সময় গাড়ির ক্রুইজ কন্ট্রোল ও অন্যান্য এক্সট্রা ফিচার ব্যবহার করবেন না।
১২।পাহাড়ি রাস্তা বৃষ্টির সময় ভ্রমন বা ড্রাইভ করতে যাবেন না।
১৩। লেইন চেঞ্জ করলে অবশ্যই ইন্ডিকেটর বারি জালাতে ভুলবেন না।
১৪। বৃষ্টির সময় গাড়ি নিয়ে বের হবার আগে ভালো করে চেক করে বের হবেন।
ধন্যবাদ
কার’স ফিড বিডির সাথেই থাকুন
“মনে রাখবেন,সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি তাই
সাবধানে গাড়ি চালাবেন ভালো থাকবেন”