আসুন জেনে নিই, সর্বোশেষ আইন অনুযায়ী, ট্রাফিক আইন ভঙ্গের কারণে জরিমানার তালিকা
১- লাইসেন্স বিহীন গাড়ি-
লাইসেন্স ছাড়া গাড়ি রাস্তায় নামালে, পুলিশ চাইলে সর্বোচ্চ ২৫ হাজার টাকা মামলা অথবা মালিককে ৬ মাসের জেল দিতে দিতে পারবে।
২- ভুয়া লাইসেন্স-
এই অপরাধের কারণে ১-৫ লাখ টাকা জরিমানা অথবা সর্বোচ্চ ২ বছর পর্যন্ত জেল হতে পারে।
৩- রেজিস্ট্রেশন বিহীন গাড়ি-
নতুন গাড়ি কেনার পর রেজিস্ট্রেশন হওয়ার আগ পর্যন্ত গাড়ি রাস্তায় নামানো থেকে বিরত থাকুন। রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি রাস্তায় নামানো আইনগত অপরাধ। এই অপরাধের কারণে ৫০ হাজার টাকা অথবা ৬ মাসের জেল হতে পারে। সুতরাং, নতুন গাড়ি কিনে, খুশির ঠেলায় রেজিস্ট্রেশন ছাড়া রাস্তায় গাড়ি নামাবেন না।
৪- ফিটনেসবিহীন গাড়ি-
গাড়ির ফিটনেস ঠিক রাখার ব্যাপারে সতর্ক থাকুন। অন্যথায়, ২৫হাজার টাকা জরিমানা গুনতে হতে পারে।
৫- ট্রাফিক সংকেত অমান্য-
ট্রাফিক সংকেতের ব্যাপারে সতর্ক থাকুক। অমান্য করলে ১০ হাজার টাকা জরিমানা হতে পারে।
৬- অতিরিক্ত গতিতে গাড়ি চালালে-
বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ গতি সীমা ৮০ কিলোমিটার মেনে চলুন। অতিরিক্ত গতি এমনেও বাংলাদেশের রাস্তার জন্য উপযুক্ত না। এছাড়াও প্রতিবছর অসংখ্য দুর্ঘটনা হয় এই কারণে। অতিরিক্ত গতির কারণে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
৭- অবৈধ পার্কিং –
নিষিদ্ধ এলাকা, রাস্তার নিষিদ্ধ স্থানে অথবা অবৈধ স্থানে গাড়ি পার্ক করলে আইন অনুযায়ী জরিমানা ৫ হাজার টাকা।
৮- উল্টা পথে গাড়ি চালালে-
উলটা পথে গাড়ি চালানো অনেক বিপদজনক। প্রায়ই অসংখ্য এক্সিডেন্ট হয়ে এই কারণে। এই অপরাধ করলে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হতে পারে।
৯- হেলমেট না থাকলে-
এটি মোটর সাইকেল ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। হেলমেট একজন মোটর সাইকেল আরোহী কে ভয়াবহ দুর্ঘটনা এমনকি মৃত্যুর হাত থেকে পর্যন্ত রক্ষা করতে পারে! সুতরাং নিজে সতর্ক হোন, আইন মেনে চলুন। মোটরাসাইকেলে ২জন যাত্রী থাকলে দুইজনেরই হেলমেট থাকা বাধ্যতামূলক। অন্যথায়, পুলিশ ধরলে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করুন
১০- ভুল স্থানে গাড়ি ঘুরালে-
নিষিদ্ধ স্থানে গাড়ি ইউটার্ন অথবা গাড়ি ঘুরানো থেকে বিরত থাকুন। নইলে ১০ হাজার টাকা হতে পারে জরিমানার পরিমাণ
১১- সিটবেল্ট না বাধলে-
ড্রাইভার সিটবেল্ট না বাধলে এমনেও গাড়ি থেকে এলার্ট সাউন্ড আসে। অতএব মামলার ভয়ে নয়, নিজের নিরাপত্তার জন্য গাড়ির প্রত্যেক যাত্রী সিটবেল্ট পরিধান করুন। অমান্য করলে হতে পারে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা!
১২- চালক ফোনে কথা বললে-
ড্রাইভ করার সময় মোবাইলে কথা বলা অথবা মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন। এটি অনেক ঝুঁকিপূর্ণ কাজ এবং আইন অনুসারে দন্ডনীয় অপরাধ। এই অপরাধের জন্য ও ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
জরিমানার ভয়ে নয়, নিজের, নিজের গাড়ির এবং নিজের পরিবারের কথা চিন্তা করে সর্বদা ট্রাফিক আইন মেনে চলুন।