Uncategorized

দুর্ঘটনা এড়াতে চালকদের যে বিষয়গুলো জানা জরুরি

সকলেই চায় নিরাপদভাবে চলাচল করতে।দুর্ঘটনা কেও ইচ্ছে করে করতে চায় না কিন্তু এটি হয় আমাদের কিছু ভুলের কারণে । গাড়িতে বসলেই আপনার মনোযোগ শুধু গাড়ির দিকেই থাকা প্রয়োজন ।নতুন গাড়ি চালাতে শিখছেন, এমন মানুষের কাছে গাড়ি নিয়ে রাস্তায় বেরোনো স্বাভাবিকভাবেই যথেষ্ট উত্তেজার। এই অতিরিক্ত উত্তেজনা ডেকে আনতে পারে বিপদ। তাই প্রাথমিকভাবে আবেগ ও উত্তেজনাকে দমিয়ে রেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার আগে মেনে চলুন কয়েকটি বিষয়।

আসুন জেনে নেই দুর্ঘটনা এড়াতে মাথায় রাখবেন যে বিষয়গুলোঃ

  • সর্বপ্রথম গাড়িতে উঠার পুর্বে গাড়ির সকল কিছু ভালো করে চেক করে নিবেন। যান্ত্রিকত্রূটিযুক্ত গাড়ি নিয়ে বের হবেন না। যেমনঃ চাকা,ইঞ্জিন অয়েল ও বাকী সকল অয়েল,রেডিওয়াটার ট্যাংক,সকল গ্লাস মুছে নিবেন।
  • গাড়ির হেডলাইট,ব্রেক্লাইট এবং ইন্ডিকেটর লাইট ঠিক আছে কিনা চেক করে গাড়ি চালাবেন কারন এই লাইটগুলো খুব গুরুত্বপূর্ন।
  • গাড়িতে প্রবেশ করে ড্রাইভিং সিটে বসে ধর্মীয় দোয়া পড়ে নিন বা যে যার স্রষ্টাকে স্মরণ করুন।
  • গাড়ির সিটে বসে সিট নিজের মত করে অ্যাডজাস্ট করে নিন তার সাথে লুকিং গ্লাস গুলো সেট করে নিন।
  • গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যাবহার করা থেকে বিরত থাকুন।
  • অভারস্পিডিং এবং ঘন ঘন অভারটেকিং করা থেকে বিরত থাকুন।
  • অযথা অন্য গাড়িকে চাপ দিবেন না।
  • সড়কে অন্য গাড়ির সাথে প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না।
  • সর্বদা লুকিং গ্লাস খেয়াল রাখতে হবে।
  • আপনার আগে পিছনে সকল গাড়ির গতি এবং দিক লক্ষ্য রাখতে হবে।
  • ফিটনেস বিহীন যানবাহন চালানো থেকে বিরত থাকুন ।
  • ঘুম চোখে নিয়ে গাড়ি চালানো থেকে বিরত থাকুন ।
  • আপনি সুদক্ষ না হলে মহাসড়কে একা গাড়ি চালাবেন না ,পাশে দক্ষ কাওকে রাখুন।
  •  লেইন মেইনটেন করে গাড়ি চালাবেন।অযথা লেন চেঞ্জ করবেন না ।
  • লেইন চেঞ্জ করলে ইন্ডিকেটর লাইট ব্যবহার করতে ভুলবেন না।
  • রাতে গাড়ি চালালে হাইবিমে রেকেহ গাড়ি চালাবেন না এতে অপর দিকে থাকা ড্রাইভারের চোখে দেখতে বাধা দেয়। তবে সিগন্যালের জন্য দিতে পারেন।
  • সিটবেল্ট পরে গাড়ি চালাবেন ,আল্লাহ মাফ করুক যদি কোনো কারনে দুর্ঘটনার সম্মুখীন হন তবে এয়ারব্যাগ সাপোর্ট পাবেন। কিন্তু কিছু গাড়িতে এয়ারব্যাগ না খোলার কারণ হল সামনে থাকা আলাদা স্টিল বাম্পার ।
  • যাত্রাপথ যদি বেশি দূরে হয় যাত্রাবিরতি নিয়ে গাড়ি চালাবেন এতে আপনার ভালো লাগবে।
  • আমাদের দেশের মহাসড়কে দেখা যায় বিপরীত দিক থেকে গাড়ি আসে এমনকি হটাৎ করে মানুষ গাড়ির সামনে দোড় দেয় তাই এসব বিষয় খেয়াল রাখবেন।
  • মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাবেন।
  • মাদকদ্রব্য সেবন বা পান করে গাড়ি চালাবেন না । এমনকি গাড়ি চালানো অবস্থায় সিগারেট খাবেন না কারন এসি বা গ্যাস সিলিন্ডাই লিক থাকলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
  • যেদিন যাত্রা করবেন তার আগেরদিন নিজে রেস্টে থাকুন এতে আপনার শরীর ও মন ভালো থাকবে।
  • ট্রাফিক সাইন গুলো মেনে চলবেন।
  • ইউটার্নগুলোতে সময় নিয়ে দেখে শুনে পার হবেন।
  • বৃষ্টির সময় হেডলাইট জালিয়ে এবং ধীর গতিতে গাড়ি চালাবেন কারন বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল থাকার কারণে অনেক সময় ব্রেক স্লিপ করে বা গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে।

এবার আসুন জেনে নিই নতুন চালকদের কি কি বিষয় খেয়াল রাখা জরূরীঃ

গাড়ি চালানো শিখতে হলে আপনাকে দিতে হবে সময় এবং মনোযোগ। কারণ তাড়াহুড়ো করে চালাতে শিখলে আপনি এক্সপার্ট হতে পারবেন না। তাই আস্তে ধীরে গাড়ি চালানো শিখতে থাকুন। 

  • গাড়ি চালানো শেখার পরেই শুরু হয় আসল অনুশীলন। কোনো বিষয়ে আপনাকে পারাদর্শী হয়ে উঠতে গেলে নিয়মিত অনুশীলন করাটা জরুরি।তাই  গাড়ি চালানো শিখেই প্রথমে বড় রাস্তায় না গিয়ে ছোট গলি অথবা মাঠে চালানোর অভ্যাস করুন। সকালে রাস্তা কিছুটা খালি থাকে আপনি সকালে চালাতে পারেন।
  • শুরুতেই একা গাড়ি না চালিয়ে পাশে রাখুন গাড়ি চালানোর দক্ষ কাউকে। এতে আপনি সাহস পেতে পারেন।
  • গাড়ির সামনের কাচে ‘পি’ অথবা ‘এল’ প্লেট লাগান। ‘পি’-এর অর্থ প্রবিশন পিরিয়ড অর্থাৎ সদ্য চালাতে শিখছেন। ‘এল’-এর অর্থ লার্নার, অর্থাৎ আপনি এখনও শিক্ষানবিশ।তাই কোনো চালক রাস্তায় গাড়িটি দেখলে সতর্ক থাকবে।এতে আপনিও নিরাপদ থাকবেন।
  • শুরুতেই গাড়ি স্পিডে চালানোর চেষ্টা করবেন না ।কারন আপনি বিল্ডিং এর ৫তলা থেকে একলাফে নিচে নামলে আহত এমনকি নিহত হতে পারেন তাই গাড়ি চালানো শিখার সময় আস্তে আস্তে চালানো উচিত।
  • রাস্তায় দুর্ঘটনা এড়াতে ব্যবহর করুন ইন্ডিকেটর লাইট।এতে পাশের বা পিছনের গাড়ি বুঝতে পারবে আপনি গাড়ি চালানো শিখছেন।
  • যারা সদ্য গাড়ি চালানো শিখছেন, তারা রাস্তায় অন্য যানবাহনের সঙ্গে কয়েক হাত দূরত রেখে ধীরে চলুন এবং অন্য গাড়িকে অভারটেক করা থেকে বিরত থাকুন ।
  • গাড়িকে সঠিক জায়গায় পার্কিং করা শিখে নিন ভাল করে।
  • গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনের ব্যবহার একেবারেই উচিত নয়।

 “মনে রাখবেন,সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি তাই

সাবধানে গাড়ি চালাবেন ভালো থাকবেন

ধন্যবাদ

কারস ফিড বিডি ও হটশট অটোমোটিভের সাথেই থাকুন।

Leave a Reply