Loyalty Card
Coming Soon
বিভিন্ন ধরনের গাড়ির মধ্যে সকলের নিকট SUV শেইপের কার গুলো বেশি প্রিয়। বর্তমান বাজার এ আপনি ৩৮-৪২ লাখ টাকা দিয়েই কিন্তু SUV CAR নিতে পারবেন তাও আবার আধুনিক সব ফিচারস থাকবে।ভালো কথা ট্যাক্সের কথা চিন্তা করলে ২টি গাড়ির যেকোনো ১ টি নিতে পারেন কারন এগুলো ১৫০০ সিসি গাড়ি আওতাভুক্ত । কারন H6 ১৫০০ সিসি এবং X70 ১৪৭৭ সিসি.
বাংলাদেশের বাজারে এই বাজেটের মধ্যে কয়েকটি SUV থাকলেও HAVAL H6 ও PROTON X70 নিয়ে আজকে আমরা কথা বলবো।
চাইনিজ Great Wall Motor এর তৈরি HAVAL এর যাত্রা শুরু হয় ২০১১ সালের Shaghai Auto Show তে। অন্য দিকে মালশিয়ার ব্রান্ড PROTON ১৯৮৫ সালে যাত্রা শুরু করে। এমনকি এটি মালয়েশিয়াতে জাতীয় কার ব্র্যান্ড। বর্তমানে আমাদের দেশের PHP Motor এর সহযোগিতায় তারা মালশিয়া থেকে Proton এর গাড়ি গুলো আমদানি করছে সেই সাথে Proton Saga আমাদের দেশে অ্যাসেম্বল করা হচ্ছে।
আসুন জেনে নেই HAVAL H6 ও PROTON X70গাড়ি গুলোর কোনটিতে কি থাকছে বা না থাকছে।
ইঞ্জিনঃ 151 HP বিশিষ্ট HAVAL H6 এর ইঞ্জিন যা 230 NM Torque উৎপন্ন করে। অন্য দিকে 181 HP বিশিষ্ট Proton X70 এর ইঞ্জিন যা 255 NM Torque উৎপন্ন করতে পারে।
এবার ইন্টেরিওরে আসিঃ
বাকি সিদ্ধান্ত আপনার যেটি আপনার ভালো লাগবে সেটি নেয়াই আপনার জন্য শ্রেয়।
ধন্যবাদ
কার’স ফিড বিডির সাথেই থাকুন
“মনে রাখবেন,সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি তাই
সাবধানে গাড়ি চালাবেন ভালো থাকবেন”