আসসালামু আলাইকুম
🔺আজকে একটি সতর্কবার্তা দেয়ার চেষ্টা করবো 🔺
আজকাল প্রায় দেখা যায় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে অনেকে ডাকাত দলের সম্মুখীন হন। অনেক সময় দেখা যায় পাথর মেরে গাড়ির গ্লাস ভেঙে দেয় এবং রাস্তায় জ্যাম থাকলে ডাকাতি করে এমনকি অনেকে এভাবে আহত হয়েছেন।
🟥একটি ঘটনা শেয়ার করি
গত কয়মাস আগে আমার এক পরিচিত ভাই পিকআপ চালিয়ে নরসিংদী যাচ্ছিল।
হটাৎ গাড়ি জ্যামে আটকা পড়ে এবং কয়জন ডাকাত এসে ওই ভাইয়ের গলায় ছুরি ধরে তার সাথে থাকা মোবাইল ও কিছু টাকা নিয়ে যায়। কিন্তু আসে পাশে আরও অনেক গাড়ি ছিলো কেও কিছু করতে পারছিলোনা।কারণ ডাকাত দলদের আরও অনেক গ্যাং থাকে তাই কেও ভয়ে আসেনি।
🟥আরও একটি ঘটনা আমার এক বড় ভাইয়ার সাথে হয়েছে
তিনি ঢাকা যাচ্ছিলো রাতে প্রাইভেট কার নিয়ে। কুমিল্লার পরে রাস্তা একটু নিরব হওয়ায় উনি হটাৎ একটি বিকট শব্দ শুনতে পান সাথে বুঝতে পারেন তার গাড়ির পিছনের চাকা ব্লাস্ট হয়েছে, তিনি বুঝতে পারেন দাঁড়ানো উচিত হবে না তাই তিনি কিছুদূর গিয়ে একটি পেট্রোল পাম্পে থামেন এবং দেখেন গাড়ির চাকায় আতশবাজির মত কি যেন মেরেছিলো। তিনি রাতে সেই পেট্রোল পাম্পে অবস্থান করেন।
এভাবে আরও অনেকে সম্মুখীন হয়েছেন।
বাসের গ্লাস ভেঙে / গ্লাসে ডিম মারে যাতে আপনি রেইন ওয়াইপার চালিয়ে গ্লাস ঘোলাটে করেন এবং গাড়ি থামিয়ে দেখেন।
🔴তাই এসব ক্ষেত্রে যা করা যেতে পারে-
১. চেষ্টা করবেন রাতে জার্নি না করতে, করলেও সর্বদা সতর্ক থাকবেন। একা জার্নি না করে সাথে কাওকে নিয়ে যাবেন।
২. যদি দেখেন কেও রাস্তায় শুয়ে আছে বা আপনার কাছে সাহায্য চাচ্ছেন ভুলেও দাঁড়াবেন না।❌
৩. নিরিবিলি কোনো স্থানে থামবেন না।যেইসব পেট্রোল পাম্পে বা হোটেলে দেখবেন মোটামুটি গাড়ি আছে সেখানে থামবেন।
⭕(রাতের জার্নি করার আগে অবশ্যই গাড়ি তেল পূর্ণ করে চেক করে নিবেন সসম্পুর্ণ গাড়ি) ⭕
৪.গাড়িতে টর্চ লাইট,বাঁশি রাখবেন।
যদি রাতে কোনো কারণে গাড়ির লাইট নষ্ট হয়ে যায় তাই টর্চ লাইট দিয়ে কিছুটা উপকৃত হবেন।
বাঁশি রাখবেন জ্যামে পড়লে যদি খুব নিরিবিলি হয় সবাইকে সতর্ক করতে পারেন বাঁশি বাজিয়ে।
রোডে জ্যাম আছে কিনা গুগল ম্যাপে অন রেখে দেখে নিতে পারেন, যদি দেখেন দীর্ঘ জ্যাম তবে কোনো হোটেল বা পেট্রোল পাম্পে অবস্থান করবেন।
৫.পারসোনাল প্রটেকশনের জন্য গাড়ির সামনে ছোট অ্যারোসল / ইন্সেক্ট কিলার রাখতে পারেন যাতে কোনো কিছু সম্মুখীন হলেও স্প্রে করতে পারেন।
৬. উইন্ডশিল্ডে যদি দেখেন কিছু পড়েছে সাথে সাথে রেইন ওয়াইপার চালিয়ে দিবেন না,❌
গ্লাস ভেঙে দিলেও দাঁড়াবেন না।❌
জনবহুল স্থানে গিয়ে গাড়ি থামিয়ে দেখে নিবেন।
৭. রাতে গাড়ির জানালার গ্লাস খুলে রাখবেন না❌
৮.চেষ্টা করবেন কয়েকটি গাড়ির সাথে লাইনে থেকে যেতে, যাতে রাস্তায় আপনি একা না হয়ে যান।
৯. রাতে গাড়ি খুব আস্তে আস্তে চালাবেন না মিনিমাম ৬০++km রাখার চেষ্টা করবেন। কারন বেশি আস্তে আস্তে চালালে আপনাকে রোডের এক পাশে বামে করে চালাতে হবে এবং দেখা যায় অনেক সময় অন্য গাড়ি বা বাইক এসে আপনাকে ক্ষতি করতে পারে।
১০. যদি মনে হয় আপনাকে কোনো বাইক বা গাড়ি ফলো করছে তবে তাদের থেকে দূরে থাকবেন এবং একটি বড় হোটেল বা পেট্রোল পাম্পে অবস্থান করবেন।
সাবধানে গাড়ি চালাবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ।