Loyalty Card
Coming Soon
১– জাপান –
বাংলাদেশের রস্তায় সবচেয়ে বেশি দেখা যায় জাপানিজ গাড়ি। জাপানিজ গাড়ির জনপ্রিয়তা বাংলাদেশে সবচেয়ে বেশি। বাংলাদেশে জাপানিজ বেশ কয়েকটা ব্রান্ডের গাড়ি পাওয়া যায়। উদাহরণস্বরূপ– টয়োটা, হোন্ডা, নিশান, মাজদা, সুবারু, সুজুকি, মিতসুবিশি ইত্যাদি
২– চায়না
বাংলাদেশে বর্তমানে জাপানিজ গাড়ির পরপরই চায়েনিজ ব্রান্ডের গাড়িগুলোর জনপ্রিয়তা দেখা যায়। যেই ব্রান্ডগুলোর গাড়ি সরাসরি অফিশিয়ালভাবেই বাংলাদেশে ব্রান্ড নিউ পাওয়া যায়। বাংলাদেশের জনপ্রিয় চায়েনিজ গাড়ির ব্রান্ডগুলো হলো– হাভাল, এমজি, ডিএফএসকে, চেরি ইত্যাদি
৩– থাইল্যান্ড –
বাংলাদেশে অফিসিয়ালভাবেও টয়োটা এবং হোন্ডার গাড়ি পাওয়া যায়। যেইগুলো নাভানা বাংলাদেশ এবং ডিএইচএস মোটরস অফিসিয়ালভাবে বিক্রি করে থাকে। ব্রান্ডনিউ টয়োটা অথবা হোন্ডা গাড়ি নিতে চাইলে সেইগুলো ভালো একটা অপশন
৪ – জার্মানি
বাংলাদেশের বর্তমানে জার্মান গাড়ির চাহিদা দিনদিন বাড়ছেই। বিশেষ করে যারা একটু দামী গাড়ি কেনার চিন্তাভাবনা করে থাকেন, তাই জার্মান ব্রান্ডের গাড়িগুলোকে পছন্দের তালিকায় রাখেন। জার্মানিতে তৈরি গাড়িগুলোর ফিচার্স, ডিজাইন সবই মোটামুটি অন্যান্য দেশের তুলনায় বেশ আধুনিক হয়ে থাকে। বাংলাদেশে এখন অফিশিয়ালভাবেই ব্রান্ড নিউ জার্মান গাড়ি পাওয়া যায়। বাংলাদেশে জনপ্রিয় কিছু জার্মান ব্রান্ড হলো – মার্সিডিজ বেঞ্জ, অডি, বিএমডাব্লিউ, পোর্শা
৫– কোরিয়া –
বাংলাদেশে কোরিয়ান গাড়িরও চাহিদা বেশ ভালো। কোরিয়ান ব্রান্ডের গাড়িগুলো বেশ আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে। বাংলাদেশের অফিসিয়াল দুইটা কোরিয়ার ব্রান্ডের গাড়ি পাওয়া যায়। যেইগুলো হলো – হুন্দাই এবং কিয়া।
৬– ফ্রান্স –
বাংলাদেশের অফিসিয়ালভাবে শুধুমাত্র ফ্রান্সের একটা ব্রান্ডেরই গাড়ি পাওয়া যায়। যেটি হলো – পুঁজো। বাংলাদেশে এখনো ফ্রান্সের গাড়ি খুব বেশি জনপ্রিয়তা পায় নাই
৭– ইঙ্গল্যান্ড –
ব্রিটিশ ব্রান্ড রেঞ্জরোভার বাংলাদেশে বিলাসবহুল গাড়ি হিসেবে খুবই জনপ্রিয়। বাংলাদেশে বিলাসবহুল গাড়ির তালিকায় রেঞ্জরোভার ব্রান্ডের বড় একটা জায়গা রয়েছে। এছাড়াও বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে বেন্টলি ব্রান্ডের গাড়িও পাওয়া যায়।
৮ মালেশিয়া –
বাংলাদেশে মালেশিয়ান শুধুমাত্র একটা ব্রান্ডের গাড়ি অফিশিয়ালভাবে পাওয়া যায়। সেটি হলো – প্রোটন। পিএইচপি অটোমোবাইলস অফিশিয়ালভাবে বাংলাদেশে প্রোটন গাড়ি বিক্রি করছে
৯– ইন্ডিয়া – বাংলাদেশের পাশের দেশ, ইন্ডিয়ার বেশ কিছু কোম্পানির গাড়ি বাংলাদেশে অফিসিয়ালভাবেই পাওয়া যায়। উদাহরণস্বরূপ – টাটা, মাহিন্দ্রা।