Blogs

টায়ার সাইজ বড় বা ছোট করলে কি হয়?

অনেকেই জিজ্ঞাসা করেন গাড়ির টায়ারের সাইজ বড় অথবা চেঞ্জ করা যায় নাকি অথবা করলে কি হয়। তাই তাদের কথা ভেবে আজ আমরা বলবো গাড়ির টায়ার নিয়ে।

টায়ার সাইজ বড় করলে কি হয়?
গাড়ির টায়ার সাইজ যদি ফ্যাক্টরি রেকোমেন্ডেড সাইজ থেকে বড় লাগানো হয় তাহলে বেশ কিছু সুবিধা ও অসুবিধা আছে।
সুবিধা : গাড়ি দেখতে সুন্দর লাগে, গাড়ির ট্র‍্যাকশন বাড়ে, গাড়ির ব্রেকিং ভালো হয়, গাড়ির ব্যালেন্স ভালো হয়।
অসুবিধা : গাড়ির মাইলেজ কমে যায়, গাড়ির কমফোর্ট কমে যায় এবং সবশেষে গাড়ির জন্য মামলা অপেক্ষা করে।

টায়ার সাইজ ছোট করলে কি হয়?
টায়ার সাইজ ছোট করার ও বেশ কিছু সুবিধা ও অসুবিধা আছে।
সুবিধা : উচু স্থানে উঠতে সুবিধা পাওয়া যায়।
অসুবিধা : মাইলেজ কম পাওয়া যায়, গর্তে পরলে বের হতে কষ্ট হয়ে যায়। ইঞ্জিনে চাপ পরে।

Leave a Reply