Blogs

শীতকালে কীভাবে গাড়ির যত্ন করবেন?

গ্রীষ্মকাল এবং বর্ষাকালে যেভাবে আমরা গাড়ির যত্ন নেই সেভাবেই শীতকালেও আমাদের গাড়ির যত্ন নেওয়া উচিত। যদিও আমাদের দেশে শীত বেশি প্রভাব আনেনা তাও বেসিক কিছু যত্ন নিলে আমাদের গাড়ি ভালো থাকবে। 

১. গাড়ির স্পিড মেনটেন করা: শীতকালে প্রায়ই দেখা যায় কুয়াশা অথবা বৃষ্টির কারণে রাস্তা ভিজা থাকে যার ফলে টায়ার স্লিপ করার চান্স বেড়ে যেতে পারে তাই ভালো হবে যদি গাড়ির স্পিড একটা নির্দিষ্ট লিমিটে রাখা।

২. টায়ারসের ইনফ্লেশন প্রেসার: তাপমাত্রা কমে যাওয়ার কারণে টায়ারে ইনফ্লেশন প্রেসার কমে যেতে পারে যার ফলে গাড়ি হ্যান্ডেল করতে সমস্যা দেখা দিতে পারে তাই ম্যানুয়াল দেখে প্রত্যেকটা টায়ারকে ফিল করা যাতে সঠিকভাবে হাওয়া টায়ারে পৌঁছাতে পারে।

৩. ব্যাটারী: শীতকালে তাপমাত্রার কমার পাশাপাশি ব্যাটারী পাওয়ারও কমে যায়। শীতল আবহাওয়াতে ডিজেল জাতিও ইঞ্জিনে বেশি পাওয়ার লাগে গাড়ি স্টার্ট হতে। তাই যত তাড়াতাড়ি সম্ভব একটি ভালো মেকানিক দিয়ে ব্যাটারী, চার্জিং সিস্টেম চেক করানো।

৪. ফ্লোর ম্যাটস: শীতের কারণে ফ্লোর ম্যাটস ভিজে যেতে পারে যার জন্য অ্যাক্সিলারেটর অথবা ব্রেক প্যাডেল ব্যবহারের সময় সমস্যা দেখা দিতে পারে তাই একটি থিক মেটেরিয়ালের ম্যাট ব্যবহার করা উচিত।

৫. উইন্ডশিল্ড ওয়াইপার: যদিও আমাদের দেশে বেশি কুয়াশা অথবা বরফ পরেনা তাও ভালো হবে যদি গাড়িতে একটা ভালো মানের উইন্ডশিল্ড ওইপার ব্যবহার করলে যাতে কোনোরকম ঝুঁকি না থাকে।

এই পদ্ধতি মেনে চললে গাড়িতে ঠিক মত যাতায়াত করতে পারবেন কোন টেনশন ছাড়াই!

Leave a Reply